Header Ads

বিশিস্ট চিত্র শিল্পী রবীন বড়ুয়া মারা গেলেন

নয়া ঠাহর,গুয়াহাটি:অসমের বিশিস্ট চিত্র শিল্পী রবীন বড়ুয়া  গতকাল   গুয়াহাটির এক নার্সিং হোমে মারা যান। রাজের বিখ্যাত  পত্রিকা প্রান্তিক এর  সঙ্গে জড়িয়ে ছিলেন।এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে ও ছিলেন।অসম সরকারের পেনশনার  রবীন্  বড়ুয়া  রাজের তথা দেশের একজন বিশিষ্ট চিত্র শিল্পী  ,তার মৃত্যুতে রাজ্যে শোকের ছায়া নেমে আসে।আজ তার নিজ জেলা জোরহাট এ অন্ত্যেষ্টিক্রিয়া  সম্পন্ন হয়। নিঃসন্তান   পরিবার, পত্নী জোনা সামাজিক কর্মকান্ডে জড়িত । সরকারি আবাস  সম্মিলিত সুবুড়ি তে তিনি থাকতেন। তার মরদেহ গভীর রাতে  আনা  হয়। রাতেই জোরহাট নিয়ে  যায়। তার মত ঠান্ডা  শান্ত   বিনয়ী মানুষের  দেখা   যাবে না। তার মত  নীরব শিল্পী বিরল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.