Header Ads

অগ্নিপথ নিয়ে বিজ্ঞপ্তি জারি, জুলাই থেকে নিয়োগ শুরু হবে

নয়া ঠাহর,গুয়াহাটি:  দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে।ট্রেন জ্বালানো হচ্ছে।ভারত বন্ধ হল।দেশের সেনা বিভাগে কাজ  পাওয়ার কোচিং সেন্টার গুলো উস্কানি দিয়ে এই আন্দোলন কে  জিই যে রেখেছে বলে অভিযোগ উঠেছে।বিহার হরিয়ানা  থেকে এই দেশ বিরোধী উস্কানি  চলছে বেশি।  সেনা বিভাগের    এক দুর্নীতি চক্র এই সেন্টারগুলো চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রাধান্ মন্ত্রী বলেছেন  দেশে সংস্কার চলছে। পরে মানুষ বুঝবে মেনেও নেবে। 17 বছর 6মাস থেকে 21 বছর পর্য্যন্ত বয়সিরা  চুক্তির ভিত্তিতে সেনা  বিভাগে চাকরি পাবেন।প্রথম বছরে যোগ দেওয়া  প্রাথীদের 23 বছর সময় সীমা রাখা হয়েছে। স্বরাষ্ট্র বিভাগ সূত্রে জানা গেছে চার বছর চাকরি করার  পর  75 শতাংশ কে বসিয়ে দেওয়া হবে।25 শতাংশ সেনা বিভাগে থেকে যাবে। 75 শতাংশ প্রাথী কে  আধা সেনা বিভাগে যোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চার বছর চুক্তি ভিত্তিতে চাকরি করার  পর 11,12 টাকার প্যাকেজ দেওয়া হবে। তাদের বেতন হবে 30 হাজার টাকা। বিরোধীরা প্রশ্ন তুলেছে কম সময়ের সেনারা কি দেশের জন্যে প্রাণ দেবার জন্যে উৎসায়ী হবে। ?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.