Header Ads

রাজ্য জুড়ে বিষ্ণু রাভা দিবস উদযাপন

 অসমে বিষ্ণু প্রসাদ রাভার‌স্মৃতি দিবস উদযাপন।
সুনীল রায় নগাঁও ২০ জুন :-  আজ  ডিব্রুগরে কেন্দ্রীয় ভাবে  দিনটি উদযাপিত হয়। এবছর বরাকের  অমলেন্দু ভট্টাচার্য কে আজান পীর  পুরস্কার দেওয়া হয়।রাজ্যটির বিভিন্ন প্রান্তের সাথে নগাঁও জেলার বিভিন্ন স্থানে সৈনিক শিল্পী বিষ্ণ প্রসাদ রাভার‌স্মৃতি দিবস উদযাপন করা হয়। জেলা টির ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে কয়েকটি অনুষ্ঠান, শিক্ষানূষ্টানে বিষ্ণ প্রসাদ রাভার স্মৃতি দিবস উদযাপন করা হয়।নগাঁও জেলা বার্তাজীবী সংগ এবং নগাঁও ইলেকট্রনিক মিডিয়া এচছিয়েশ্বন (নেমা)উদ্যোগে আজ হতে দুই দিনের কার্য্যসূচীরে বিষ্ণু প্রসাদ রাভার স্মৃতি দিবস উদযাপন করা হয়েছে। জেলা টির বন্যার পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে আজ সকালে দুটি সংগঠনের সদস্য সকলে কামপুরে একটি আশ্রয় শিবিরে বানাক্রান্ত সকলের মধ্যে বান সাহায্য‌ বিতরণ করে রাভা দিবসের শুভারম্ভ করে।এর পর দিনের ১১টা হতে নগাঁও সরকারী বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিষ্ণ প্রসাদ রাভা সম্পর্কীয কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা আরম্ভণিতে  বিষ্ণু প্রসাদ রাভার‌ প্রতিচ্ছবিতে মাল্য‌প্রদান করে বিদ্যালয় টির অধ্যক্ষা দিপীকা লস্কর এবং সমাজকর্মী দেবেন্দ্র সিং চেহনীয়ে। অনুষ্ঠানে দীপাংকর শ ইকীয়ার পরিচালনাতে একটি গীতে আলেখ্য পরিবেশন ‌করা হয়।এই ছাড়াও অসমীয়া সাহিত্য সন্মিলনীর নগাঁও জেলা সমিতির উদ্যোগে নগাঁও পেঞ্চনার ভবনে বিষ্ণু প্রসাদ রাভার স্মৃতি দিবস উদযাপন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.