পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে বাংলায় চাইছেন
নয়া ঠাহর,কলকাতা: পশ্চিম বঙ্গে বিজেপির দুর্দিন চলছে।নিজেদের মধ্যে কোন্দল ,চলছেই কোন কোন নেতা বেফাঁস কথা বলে দলকে বিপাকে ফেলছে। আজ বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে আক্রমণ করলে বিজেপি পাল্টা জবাব না দিয়ে সদন ত্যাগ করে আজ 20 জুন পশ্চিম বঙ্গের জন্ম দিন পালন করার জন্যে এই বঙ্গের স্থপতি শ্যামা প্রসাদ মুখার্জী র প্রতিমূর্তি তে শ্রদ্ধা নিবেদন করেন। বিজেপির কমতে কমতে 70 জন বিধায়ক। দলের মধ্যে একাংশ সভাপতি সুকান্ত মজুমদার কে মানতে রাজি হচ্ছেন না বলে দলের মধ্যেই অভিযোগ উঠেছে। এই অভিযোগ দিল্লি পর্য্যন্ত গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে বঙ্গ বিজেপি র সংগঠন দেখতে বলেছেন।অমিত শাহের অতি ঘনিষ্ট হিমন্ত র সঙ্গে সুকান্ত মজুমদার বেশ কয়েক দফা বিজেপি সংগঠন নিয়ে আলোচনা করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বাংলা টা ভালো জানেন ও বোঝেন।তাই শুধু বাংলার বিজেপি।নয়।ত্রিপুরার বিজেপি ও চাইছেন হিমন্ত সেই রাজ্যে গিয়ে প্রচার চালাক। দুই রাজ্যে বাংলা সরকারি ভাষা। বিজেপি র কেন্দ্রীয় নেতারা অসমের উন্নয়নের চেহারা দেখে খুবই সন্তুষ্ট, বাংলা সব দিকে পিছিয়ে পড়ছে অসম এগিয়ে যাচ্ছে। তাই দুই রাজ্যেই হিমন্ত কে লাগে। হিমন্ত জাতপাত ছেড়ে উন্নয়নে নিরপেক্ষ তা অবলম্বন করেছেন। ভবিষ্যতে হিমন্ত যদি বঙ্গের বিজেপি র হাল ধরেন তবে বিস্ময়ের কিছু থ্যকবে না। 2024 সালের লোকসভার নির্বাচনের আগে বিজেপি দলে অনেক কিছু নতুন দেখা যাবে।যা ভাবা যায় না।
কোন মন্তব্য নেই