Header Ads

হাওড়া জেলায় ইন্টারনেট বন্ধ, রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ,রাঁচিতে পথ অবরোধ ,উত্তরপ্রদেশে ১৩৬ জন গ্রেফতার

নয়া ঠাহর,কলকাতা:  হাওড়া জেলার অবস্থা খুব খারাপ। তৃণমূল ,বিজেপি কার্য্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। গতকাল 11 ঘন্টা পথ অবরোধের পরে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি র পরেও কাজ হয় নি।আজ জেলা উত্তপ্ত।ইন্টারনেট সেবা 10 জুন পর্য্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মূখ্য মন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন  উত্তরপ্রদেশ ,গুজরাটে গিয়ে আন্দোলন করুন বাংলাতে অশান্তি ছড়াবেন না। বিজেপি নেত্রীর  মুসলিম ধর্ম বিরোধী মন্তব্য কে ঘিরে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। বহু    ট্রেন বাতিল করতে হয়েছে। রাঁচিতে  প্রধান সড়কে  হাজার হাজার  মুসলিম সম্পদয়ের মানুষ পথ অবরোধ করলে পুলিশ  পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হলে ২জন মারা যান বলে সংবাদ সূত্রে জানা গেছে। উত্তরপ্রদেশের বিভিন্ন ভাঙচুরের ঘটনায় ১৩৬জন কে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.