রাহুল গান্ধী কে ই ডির তলব ,কংগ্রেস দলের প্রতিবাদ
রাহুল গান্ধীকে ই ডির জিজ্ঞাসা বাদ#নগাঁওতে কংগ্রেসের প্রতিবাদ#
সুনীল রায় নগাঁও ১৭জুন :- কংগ্রেস নেতা রাহুল গান্ধী কে ই ডিয়ে জিজ্ঞাসা বাদ করে হারাশাস্তি করার প্রতিবাদে আজ নগাঁও জেলা কংগ্রেসের উদ্যোগে নগাঁও শহরে এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ন করা হয়। কেন্দ্রীয় সরকারে রাহুল গান্ধীকে হারাশাস্তি করা তথ্য দিল্লীর কংগ্রেসের মূখ্য কার্য্যালয়ে এবং অসম প্রদেশ কংগ্রেস কার্য্যালয়ে পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে কংগ্রেস কর্মী সকলে আজ সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ।নগাঁও জেলা কংগ্রেস কার্য্যালয হতে কংগ্রেস নেতা কর্মী সকলে সমদল করে এগিয়ে আসার সময়ে কার্য্যালয়টির সম্মূখে পুলিশে বাধা প্রদান করে।এটিকে কেন্দ্র করে পুলিশ এবং কংগ্রেস নেতা কর্মী সকলের মধ্যে খন্ড যুদ্ধ লাগে। কংগ্রেস নেতা কর্মী সকলে রাহুল গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, অসম পুলিশ হায় হায়, কেন্দ্রীয় সরকার হুসিয়ার এই ধরনের ধ্বনি দিয়ে পরিবেশ উত্তাল করে তুলে।এই কার্য্যসূচীতে অংশ গ্ৰহন করে নগাঁও জেলা কংগ্ৰেসের সভাপতি সুরেশ বরা এবং বিধায়ক নুরুল হুদায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে পরে।
কোন মন্তব্য নেই