বন্যা বিধস্ত বরাকের বিকল্প সড়ক নিয়ে চিন্তা করুন, এয়ারপোর্ট নিয়ে পরে ভাববেন রাজদীপ কে শ লা বি ডি এফের
নয়া ঠাহর,শিলচর,-গ্রীনফিল্ড বিমানবন্দর নিয়ে অযথা বিরোধীদের দিকে আঙ্গুল তোলার আগে বরাকের বিকল্প যোগাযোগ ব্যাবস্থা এবং প্রস্তাবিত এইমস নিয়ে তদ্বির করুন - সাংসদ রাজদীপ রায়কে শলা বিডিএফ এর।
বিরোধী দল বরাকের উন্নয়ন চায়না বলে গতকাল গ্রীনফিল্ড বিমানবন্দর সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন সাংসদ রাজদীপ রায়।তার এই অভিযোগকে নস্যাৎ করে তাকে বর্তমানে বিকল্প যোগাযোগ ব্যাবস্থা এবং প্রস্তাবিত এইমস নিয়ে মনোযোগী হতে আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে একমাত্র ডলু বাগান ছাড়া গ্রীনফিল্ড বিমানবন্দর জন্য বরাক উপত্যকায় কোনো জমি পাওয়া যাবেনা এটা অবিশ্বাস্য। তিনি বলেন উপত্যাকার মধ্যবর্তী বদরপুর,পাচগ্রাম ইত্যাদি জায়গায় এই বিমানবন্দর হলে তিন জেলার নাগরিকরাই উপকৃত হবেন এবং এই মর্মে দাবিও উঠেছে। সরকারের সদিচ্ছা থাকলে এই অঞ্চলে জমির সমীক্ষা চালানো উচিত। কিন্তু এসব না করে যেভাবে সাংসদ ডলুর ব্যাপারে গোঁ ধরে বসে আছেন তাঁতে এর পেছনে কোথাও সংশ্লিষ্টদের ব্যাক্তিগত বা ব্যাবসায়িক স্বার্থ জড়িত রয়েছে বলে সন্দেহ হওয়া স্বাভাবিক।
প্রদীপবাবু আরো বলেন যে সাংসদ যে বারবার উন্নয়নের দোহাই দিচ্ছেন তা কি শুধু গ্রীনফিল্ড বিমানবন্দরেই সীমাবদ্ধ ? তিনি বলেন এই মুহূর্তে বরাক সড়ক ও রেলপথে বাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। উচ্চবিত্ত ছাড়া উপত্যাকার কত শতাংশ নাগরিক বিমানে যাতায়াত করতে সক্ষম ?
বিকল্প সড়ক বা রেলপথ নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই কেনো ?
প্রদীপ বাবু বলেন যে পরপর দুবার বরাক উপত্যকা থেকে ঝুলি ভরে ভোট পাবার পরও বিজেপি সরকার যে বরাকের উন্নয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছুই করতে পারেনি আজকের অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন যে উন্নত যোগাযোগ ব্যাবস্থা একটি অঞ্চলের উন্নয়নের প্রাথমিক শর্ত। তাই সাংসদের যদি তার ভোটারদের প্রতি ন্যুনতম দায়বদ্ধতা থাকে তবে তাঁর অবিলম্বে বরাকের বিকল্প সড়ক ও রেল যোগাযোগ নিয়ে মাথা ঘামানো জরুরী। তাঁকে এই নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করা দরকার। তদ্বির করা দরকার যাতে যত তাড়াতাড়ি সম্ভব,বিকল্প যোগাযোগ প্রকল্পগুলো রূপায়ণ হয়।
একই সাথে প্রদীপ বাবু বলেন যে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সংসদীয় কমিটি ইতিমধ্যে শিলচরে একটি এইমস স্থাপন করার জন্য প্রস্তাব দিয়েছে। তিনি বলেন এজন্য রাজ্যসভা সাংসদ রামগোপাল যাদবকে আমরা অকুণ্ঠ সাধুবাদ জানাচ্ছি। এটি বরাকের দীর্ঘদিনের সমস্যা সমাধানের একটি সুবর্ণ সুযোগ।একই সাথে সাংসদ রাজদীপ রায়কেও এই ব্যাপারে অবিলম্বে তদ্বির করার আহ্বান জানাচ্ছি। অন্যথা আমরা বুঝব যে ব্যাক্তিগত ও ব্যাবসায়িক স্বার্থে তিনি এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন।
প্রদীপবাবু এদিন বলেন বিরোধী দল সহ বরাকের সবাই গ্রীনফিল্ড বিমানবন্দর হোক এটা চান,যা বারবার বলা হচ্ছে । কাজেই এসব মিথ্যা রটিয়ে কোনো লাভ হবে না।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই