Header Ads

শিলচরে বানবাসীদের হাহাকার,মুখ্যমন্ত্রী শিলচরে



*হাহাকার পরিস্থিতিতে শিলচরের বানবাসিরা...* 


*নয়া ঠাহর প্রতিবেদন,শিলচর:* 
বরাক উপত‍্যকায় তিন জেলায় বন‍্যা পরিস্থিতি   দ্রুত  অবনতি হতে চলছে। কাছাড়ের শিলচর শহর বন‍্যা জলের তলে। বানবাসীরা চরম আতঙ্কে আছেন।জলসম্পদ বিভাগ বন‍‍্যা প্রতিরোধী পদক্ষেপ নিয়েও রক্ষা কতটুকু  সফল করতে পারলেন। তা বলার আপেক্ষায় রাখেনা। নদীর বাঁধ ভেঙ্গে  সমস্ত বন‍্যার কবলে গোটা শহরতলী । এমন বাড়ি নেই মনে হয় বন‍্যার জলে ডুবে যায়নি।বর্তমানে বানবাসীরা আতঙ্কগ্রস্ত। শিলচর শহরের সঙ্গে সংযোগ জাতীয় সড়ক সহ রেলসেবা পযর্ন্ত বন্ধ । রেলওয়ে লাইনে  জল।প্রয়োজনীয়  নিত্য সামগ্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে।বৃষ্টিপাত এখনো বন্ধ  হয় নি। অতিরিক্ত বৃষ্টিপাতের ধরুন বন‍্যায় প্লাবিত গোটা বরাক উপত‍্যাকার বেশি অংশ শহর ও গ্রাম। রান্নার গ‍্যাস সিলিণ্ডার ও শাক সবজি অভাব । যদি  পাওয়া যায় তবে বাজারে আকাল। আরও অন্যদিকে  বন‍্যার রুদ্রমূর্তিতে জনজীবনের সংকট তীব্রতর হতে পারে বলে আশংকা প্রকাশ  করছেন  বানবাসীরা। পানিও জল, বিদ‍ুৎ পরিসেবা, মোবাইলের নেটওয়ার্ক পযর্ন্ত নাই। নিরাপত্তার অভাবে  রাতের ঘুম কেড়েছে।উদ্ধার  হচ্ছে মৃত দেহ বন‍্যার জলে। বাড়ছে মৃত‍্যুর সংখ্যা। বিপর্যস্ত বানবাসীরা। অপরিবর্তিত বন‍্যা পরিস্থিতি।মৃত সৎকার করার শ্মশান পযর্ন্ত শহরে জলের তলে। আবালবৃদ্ধ -বনিতা আজ অসহনীয়  অবস্থায় আছেন। প্রকৃতির ধ্বংস লীলা  অব‍্যাহত। শহরের কোনো জায়গায় নদীর মত স্রোত।কোথাও নৌকা  চলছে।প্রায় জাগায় দালানঘরে জলে ছাদ ছুঁয়ে ছুঁই । বিশেষ করে  ঘরে ঘরে খাবার অভাব দেখা দিয়েছে। পানীয় জল নেই।ত্রান নেই। অসহায় চিত্র।সম্পর্ক ছিন্ন।বয়স্ক,রোগী ও শিশুদের   অসহায় অবস্থা।  মুখ্যমন্ত্রী আজ বরাকে বন্যা দেখতে এসেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.