Header Ads

বলিউড শিল্পী কৃষ্ণ কুমার নাথ ( কে কে) নজরুল মঞ্চে মারা গেলেন,

নয়া ঠাহর,কলকাতা:  বলিউড  বিখ্যাত  শিল্পী   কে কে গতকাল এক বিদ্যালয়ের নজরুল মঞ্চে সংগীত পরিবেশন করার আগেই  ছাত্রদের মধ্যে মারপিট শুরু হয়।শিল্পী মঞ্চে প্রবেশের সঙ্গে সঙ্গে  সার্চ লাইট তার চোখে মুখে পড়ে, শিল্পী বার বার আপত্তি জানান  লাইট বন্ধের অনুরোধ জানাতে থাকেন,  কেউ শিল্পীর অনুরোধে গুরুত্ত দেয় নি।  শিল্পী অসুস্থ বোধ করেন। হুলস্থল  পরিবেশের মধ্যে অগ্নিনিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে। অসুস্থ শিল্পী কে তাঁর হোটেলে নিয়ে  যাওয়া হয়।সেখানে চিকিৎসা করার অবস্থা তে মারা যান।   একাংশ ছাত্র র  মধ্যে চরম   অজাতকতা এবং  বিদ্যালিয় কর্তৃপক্ষ  র চরম অবহেলা দেশের  বিখ্যাত শিল্পী কে চলে  যেতে হল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সরকার এই ঘটনার  তদন্তের আদেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.