Header Ads

পি এম কিষান যোজনাতে 21 হাজার কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নয়া ঠাহর,কলকাতা:প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি   দেশের কৃষকদের  উন্নয়নের  স্বার্থে  পরবর্তী  একাদশ তম  কিস্তি ২১হাজার কোটি টাকা  দেওয়ার সূচনা করেন।  দেশের ১০কোটির বেশি কৃষক উপকৃত  হবে। প্রধানমন্ত্রী বলেন দেশে কোরোনা  কালে বিশ্বের১৫০টি দেশ কে করোনা প্রতিষেধক ও ঔষধ পাঠিয়েছে। তিনি জানান এবার থেকে ঘরে ঘরে গিয়ে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা র সূচনা করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.