Header Ads

নগাঁও বন্যা পরিস্থিতি তে প্রধানমন্ত্রী র অবদান উল্লেখনীও :কেশব মহন্ত

নগাঁওতে গরীব কল্যান সন্মিলন।
আসামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর অবদান উল্লেখনীয়- কেশব মহন্ত।
সুনীল রায় নগাঁও ৩১মে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আঠ বছরের কার্যকাল পূর্ণ হ ওয়া এবং আজাদিকা মহোৎসবের সাথে সংগতি রেখে আজ নগাঁওতে " গরিব কল্যান সন্মিলন" শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নগাঁও জেলা পুঁথিভরালের সভাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ গ্ৰহন করে আসামে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত তে  বলেন যে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারে সফলতারে আট বছর পৃর্ণ করলো। প্রধানমন্ত্রী মোদীয়ে সাহসরে দেশের সকলো পরিস্থিতি মোকাবিলা করে ভারতবর্ষকে বিশ্বের গুরু রাষ্ট্র দিকে এগিয়ে নিয়েছে।তার নেতৃত্বে দেশের সকলো নাগরিককে নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দেশের সকলো অংশের উন্নযনে গুরুত্ব প্রদান করে দেশের অর্থনীতির বিকাশে অরিহনা জাগিয়েছে। দেশের সাথে আসাম কে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অবদান উল্লেখনীয়।সেইজন্য আজ আমরা সমগ্ৰ আসাম বাসীয়ে তাকে অভিনন্দন জানিয়েছি এবং উনার কাছে আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানে নগাঁত্তের বিধায়ক  রূপক শর্মা, নগাঁওয়ের জেলা শাসক নিসর্গ হিবরে, জেলা উন্নয়ন‌আয়ুক্ত উদয়াদিত্য গগৈকে ধরে নগাঁও জেলা খাদ্য এবং গ্ৰাহক পরিক্রমা বিভাগের উপ-সঞ্চালক অলকেশ দাস জেষ্ট পরিদর্শক  অশোক শর্মা, কে ধরে বিষযাবর্ঘ এবং হিতাধিকারী সকল উপস্থিত থাকে। প্রধানমন্ত্রীয়ে ভার্সুযেলী পদ্ধতিতে জন কল্যাণ আচনির অধিনে উপকৃত হ ওয়া হিতাধিকারির সাথে মত বিনিময় করে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জনে বলেন যে হিতাধিকারীর গৃহ নির্মাণের বিষয়টি মৃখ্যমন্ত্রীয়ে পর্যালোচনা করছে।এর সাথে জড়িত বিষয়কে বিষয়টি পর্যবেক্ষণ করে গৃহ নির্মাণের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি নাহয় তার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।কোনো অজুহাত থাকলে , আইনী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.