Header Ads

কেন্দ্রীয় হারে ডি এ,অসম পারে বাংলা পারে না

নয়া ঠাহর,কলকাতা অসমের  মত রাজ্যে  ৫লাখ সরকারি কর্মী যে কেন্দ্রের হারে ডি এ দেওয়া হচ্ছে,  কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডি এ দিতে হবে। বিগত ২০০৯ সাল থেকে ডি এ বকেয়া আছে। তৃণমূল  বলছে  রাজ্য সরকারের হাতে ডি দেবার আর্থিক সংস্থান নেই। কেন্দ্রীয় সরকার তাদের বকেয়া টাকা মেটালে ডি এ দেওয়া যেতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.