কলং নদী বিপদ সীমার উপরে বসছে
নগাঁও শহরে মিলনপুরে রাস্তা ভেঙ্গে দিল।
বিপদসীমার উপর দিয়ে বসে যাচ্ছে কলংনদী##
সুনীল রায় নগাঁও ২১মে :-নগাঁও শহরের বন্যার পরিস্থিতি জটিল হয়ে পরেছে।নগাঁও শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কলং নদীর জলপৃষ্ট গতকালকের তুলনাতে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।আজ জল সম্পদ বিভাগের তথ্য অনুসারে নগাঁও শহরের কলংনদীর বিপদ সীমার দের মিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে।আজ কাকভোরে শহরটির মিলনপুরের একটি সডককলঙের বাঢ়ন্ত জলে সডকটি ভেঙ্গে ফেলায়।ফলে সেই রাস্তার যাতায়ত ব্যবস্থা ব্যাহত হয়ে পরেছে। শহরটির কাছে হরহরীয়া জানের সুইসগেটটি বন্যার জলে ভেঙ্গে ফেলানোর ফলে এর আশে পাশে অঞ্চল গুলি বন্যার কবলে পরেছে। শহরটির শিবনগর, কলংপার পথ, বৈদ্যটুপ, চকীটুপ, পুলিশ রিজার্ভের একাংশ , নেহরুবালি মিলনপুর,কে ধরে কয়েকটি অঞ্চল বন্যার কবলে পরেছে। জেলা টির রহাতে কলং নদীর জলপৃষ্ট হ্রাস পেয়েছে যদিও কলংনদী বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।নগাঁও শহরের বন্যার পরিস্থিতি অধিক জটিল হ ওয়ার সম্ভাবনা আছে।
কোন মন্তব্য নেই