ঢাকা তে অসমের১১বীর ভাষা শহীদ কে স্মরণ করা হল
নয়া ঠাহর প্রতিনিধি,ঢাকা,২০ মে : আসামের শিলচরে বাংলা ভাষা আন্দোলনের ১১ শহীদ বীর স্মরণে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গণসঙ্গীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।সাংস্কৃতিক পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, স্বভুমি লেখক শিল্পী কেন্দ্র, ভিন্নধারা, পঞ্চ ভাস্কর। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অলক দাসগুপ্ত, মাহবুব রিয়াজ, আরিফ রহমান ও আবিদা রহমান সেতু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ঝর্না আলমগীর ও আবৃত্তিশিল্পী মাহফুজা আক্তার মিরা।
কোন মন্তব্য নেই