বট দ্রাবাতে পুলিশ হেফাজতে মৃত্যু কে ঘিরে থানা জ্বালিয়ে দেয় জনতা
বটদ্রবা পুলিশের জিম্মাতে একজন লোকের মৃত্যু হ ওয়া অভিযোগ তুলে উন্মুক্ত জনতায় জ্বলিযে দিলো থানা।
পুরে সারকার হলো বহু কেস ডায়েরী, পিস্তল, দুই চাকা বাহন সহ প্রয়োজনীয় নথি পত্র।
তিন জনকে আটক।
সুনীল রায় নগাঁও ২১মে :-মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবাতে আজ সংঘটিত হয় এক ভয়ংকর ঘটনা ।বটদ্রবা পুলিশের জিম্মাতে একজন লোকের মৃত্যু হ ওয়ার অভিযোগ তুলে আজ জ্বলিযে দিলো বটদ্রবা থানা।এই ঘটনা কে কেন্দ্র করে বর্তমানে সমগ্ৰ অঞ্চলটিতে অব্যাহত আছে তীব্র উত্তেজনা।
উল্লেখ্য যে ধিং ছালনাবাড়ীর ছফিকুল ইসলাম নামের মৎস্য ব্যবসায়ী জনে শিবসাগরে যাওয়ার জন্য বাড়ী হতে বের হয়ে এসেছিল।তার সাথে ছিল মোবাইল এবং ডেক্সী। কিন্তু বটদ্রবা থানার সম্মুখে বটদ্রবা পুলিশে চলানো নিয়মীয়া তালাসীর সময়ে ছফিকুলকে পুলিশে থানাতে নিয়ে আসে।পরে ছফিকুল ইসলামের হতে বটদ্রবাপুলিশে ম'বাইল নম্বর নিয়ে ছফিকুলের ভাতৃকে ফোন করে ছফিকুলকেআটক করা জানায়।সাথে ছফিকুলের ছেরে দিতে হলে নগদ ১০হাজার টাকার সাথে একটি হাঁস দাবী করা বলে অভিযোগ তুলে ছফিকুলের আত্মীয়ে। সেই উদ্দেশ্যে ছফিকুলের পত্নীয়ে সকালে একটি হাঁস নিয়ে এসে বটদ্রবা থানাতে উপস্থিত হয়ে পুলিশের সাক্ষাৎ করে।এমনকি স্বামীকে কি কারনে আটক করেছে সেই সম্পর্কে পুলিশের কাছ থেকে পত্নীয়ে কোনো সুদুত্তর পায় নাই।কোমর এবং হাতকে ধরে তিন স্থানে বান্ধা ছফিকুলকে পত্নীর সম্মূখে লাঠি দিয়ে খারাপ ভাবে প্রহার করে।পরে ছফিকুলের পত্নীয়ে পুলিশে স্বামীর উপরে করা এইধরনের নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশের দাবী করা অর্থ নেওয়ার জন্য বাড়ীতে আসে পরে যেইভাবে ধার ঋন করে ছফিকূলের পত্নীয়ে দশ হাজার টাকা যোগার করে আত্মীয় ছাইদুল এবং জহিরুলর হাত পুলিশ কে দেওয়ার জন্য পাঠান। কিন্তু তারা বটদ্রবা থানাতে এসে পুলিশের সাক্ষাৎ করাতে পুলিশে ছফিকুলকে চিকিৎসার জন্য নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে প্রেরন করা বলে জানায়। পুলিশের কাছ থেকে এই ধরনের অনাকাংক্ষিত খবর লাভ করে হতভম্ব হয়ে পরে।শিবসাগরে ব্যবসার জন্য বাড়ী হতে র ওনা হ ওয়া ছফিকুলকে কি পরিস্থিতি চিকিৎসার জন্য নগাঁওতে প্রেরন করা সেই বিষয়ে কিছু তথ্য লাভ করতে পারে নাই।পরে তৎক্ষনাৎ পরিবারের লোক নগাঁওতে ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে উপস্থিত হয়ে ছফিকুলকে মৃত অবস্থায় পায় লোকে ভেঙ্গে পরে।এই খবর অঞ্চল ব্যাপী ছরে পরাতে স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ হয়ে পরে স্থানীয় জনগণে।পরবর্তী সময়ে থানার সম্মূখে ছফিকুলের মৃতদেহ রেখে শ শ জনতায় ন্যায় খুজেতীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। পরিস্থিতি ক্রমাৎ উত্তপ্ত হয়ে পরাতে পুলিশ এবং উন্মুক্ত জনতার মধ্যেহতাহাতি সৃষ্টি হয়।ফলে কয়েকজন পুলিশের লোক আহত হতে লাগা হয়।এক সময়ে উন্মুক্ত প্রতিবাদ কারীয়ে বটদ্রবা থানাজ্বালিয়ে দেয়।বটদ্রবা থানা সম্প্রতি নির্মীয়মান অবস্থাতে অস্থায়ী ভাবে থানাচৌহদে থাকা থানা।সাথে সাথে ঘটনাস্থলীতে ধিং অগ্নিনির্বাপক বাহিনী কেন্দ্রের হতে আগুন নেভানোর চেষ্টা করে যদিও ইতিমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বটদ্রবা থানা।আগুনে পুড়ে ছাই হয়ে যায় কেছ ডায়েরী, ৪/৫টি করে পিস্তল, দা ৩/৪টি করে মটর সাইকেলের সাথেপ্রযোজনীয় বহু নথি পত্র সহ আবার।পরবর্তী সময়ে ঘটনাস্থলীতে উপস্থিত হ ওয়া নগাঁও জেলা পুলিশের উচ্চ পদস্থ বিষয়া।ঘটনা স্থলীতে উপস্থিত হ ওয়া নগাঁও জেলার পুলিশ সুপার লীনা দলে বলেন যে এই সমগ্ৰ ঘটনাটি তদন্ত হবে।থানা জ্বালিয়ে দেওয়া তিন দুর্বৃত্ত কেইতিমধ্যেআটক করেছে।ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেআর ও চিনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযান অব্যাহত রেখেছে।যদি পুলিশে ও জগরীযা হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহন করা হবে।বর্তমানে পরিস্থিতি উন্নত হয়েছে যদিও সমগ্ৰ এলেকাটি আদ্ধ সামরিক বাহিনীর লোক মোতায়েন করা হয়েছে।
কোন মন্তব্য নেই