ত্রিপুরা সফরে বাংলাদেশ এয়ারলাইসের চেয়ারম্যান
নয়া ঠাহর প্রতিনিধি,আগরতলা, ৩১ মে : মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্হানগুলি দেখতে সপরিবারে ত্রিপুরায় এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমাণ বাংলাদেশ এয়ারলাইনস'র চেয়ারম্যান
সাজ্জাদুল হাসান। সোমবার তিনি মেলাঘরে মুক্তিযুদ্ধের ক্যাম্পগুলি পরিদর্শন করে উদয়পুরে এসে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মৈত্রী সন্মাননা প্রাপক প্রবীণ সাংবাদিক,প্রাবন্ধিক স্বপন ভট্রাচার্যের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধের সময়কার নানা তথ্য জেনে সমৃদ্ধ হন। স্বপন ভট্টাচার্য নিজের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা বইও উপহার দেন উনাকে। প্রসঙ্গত, সাজ্জাদুল হাসানও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উনার মরহুম পিতা ডা. আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি হিসাবে মেঘালয়ের মহেশখলা ক্যাম্পের ইনচার্জ ছিলেন।
স্বাধীনতার পর গণপরিষদের সদস্য হিসেবে বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন ডা. আখলাকুল হোসাইন।
সংবিধান রচনার পর তাতে স্বাক্ষরও প্রদান করেন তিনি। সাজ্জাদুল হাসান ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। সিলেটের বিভাগীয় কমিশনার, কক্সবাজার ও সিলেটের জেলা প্রশাসক ছাড়াও কৃষি মন্ত্রণালয়,সড়ক পরিবহণ ও সেতু বিভাগ , জনপ্রশাসন মন্ত্রনালয়ে বিভিন্ন পদে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। ২০১৫-১৭ সময়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে প্রায় তিন বছর এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও সিনিয়র সচিব হিসেবে দুবছর কাজ করেছেন। চাকুরী থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ কৃষি অর্থনতিবিদ সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজ্যে সফরে এসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চোত্তাখলার ভারত - বাংলাদেশ মৈত্রী উদ্যান,উজ্বয়ন্ত প্রসাদ সহ রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্হানগুলি ঘুরে দেখেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে যেভাবে সাহায্য করেছে বাংলাদেশের উন্নয়নেও ভারত সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমাণ বাংলাদেশ এয়ারলাইনস'র চেয়ারম্যান
সাজ্জাদুল হাসান।
কোন মন্তব্য নেই