Header Ads

মধুমিতার বাংলাগানে বিমোহিত আই এফ এসরা

নয়া ঠাহর  প্রতিনিধি,কলকাতা,৩১ মে: বাংলা গানকে জনপ্রিয় করতে বিভিন্ন ভাষাভাষী মানুষদের রবীন্দ্রনাথের গান শোনালেন  কলকাতার ভারতীয় বায়ো- সোস্যাল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। ইব্রাডে  প্রশিক্ষণ নিতে আসা ৯ রাজ্যের বিভিন্ন ভাষাভাষী আইএফএস অফিসারদের গান শোনিয়ে বিমোহিত করে রাখেন  কলকাতার রবীন্দ্র  সংগীত শিল্পী মধুমিতা ব্যানার্জী ঘোষাল।  রবীন্দ্র সংগীত শুনে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েন মহারাষ্ট্র, তামিলনাড়ু,
নাগাল্যন্ড,মণিপুর, রাজস্হান, বিহার, কেরালা,উত্তরপত্র ও মধ্যপ্রদেশ থেকে প্রশিক্ষণ নিতে আইএফএস অফিসাররা। গানের কথাগুলি তাদের পুরোটা বোধগম্য না হলেও মধুমিতার গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে নিজেদের স্মার্টফোনে রেকর্ড করেছেন সবগুলি গান। ১৯৮৫ সালে কলকাতায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠে ইব্রাড। মূলত: কৃষি ও বন সংরক্ষণ বিষয়ে প্রশিুক্ষন ও উন্নয়নে কাজ করছে দেশের ১৪/১৫ টি রাজ্যে।মূলত: সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি  হয় ইব্রাডে। বন সংরক্ষন' র মাধ্যমে উপজাতি উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা আইএফএস অফিসারদের বাংলা সংস্কৃতির স্বাদ উপভোগ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানান ইব্রাডের চেয়ারম্যান ভগবান রায়। সুকন্ঠী শিল্পী মধুমিতার বাংলা গানের কথাগুলি ইংরেজি তর্জমা করে শোনান ইব্রাড' র কার্যকরী অধিকর্তা রক্তিমা মুখোপাধ্যায়।গান শুনে শিল্পী মধুমিতা ব্যানার্জী ঘোষালের দরাজ প্রশংসা করেন আইএফএস অফিসাররা। মধুমিতা রবীন্দ্র গানের পাশাপাশি লোকগানও শোনান আইএফএস অফিসারদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.