Header Ads

বট দ্রাবা কাণ্ডের মাস্টার মাইন্ড আতিকুল দুর্ঘটনায় নিহত

বটদ্রবা কান্ডের মাষ্টার মাইন্ড আতিকুল দূর্ঘটনাতে নিহত##
সুনীল রায় নগাঁও ৩০মে, সমগ্ৰ রাজ্য কাঁপিয়ে যাওয়া বটদ্রবা কান্ডারী অন্যতম মূল পরিকল্পনাকারী আছিকুল ইসলামে আজ কাক ভোরে পুলিশের কনভয়ের গাড়ীর‌ খুন্দাতে নিহত হয়। গতকাল নগাঁও  পুলিশের এছ আই টি য়ে নগাঁও শহরে আছিকুল‌কে গ্ৰেপ্তর করেছিল।বটদ্রবা পুলিশ থানা জ্বালিয়ে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা প্রস্ততির নেতৃত্ব নিয়েছিল আছিকুলে। গতকাল রাতে আছিকুলকে সাথে নিয়ে নগাঁওযের পুলিশে জুরীয়া সোণাইবরাস্থিত বাসগৃহে অভিযান‌ চালিয়ে ছিল।অভিযানের সময়ে আছিকুলের বাড়ীতে একটি নাইন এম এম পিষ্টল , একটি প ইন্ট ২২পিষ্টল, সাত জাই জীবন্ত গুলির সাথে বটদ্রবা থানাজ্বালানোর দিন আছিকুলে পরা লাল টি শ্বার্টটি উদ্বার করতে সক্ষম হয়।আছিকুলের বাড়ীতে অভিযান শেষ করে নগাঁও অভিমুখে এসে থাকা অবস্থাতে রাইঙিযার কাছে পুলিশের গাড়ী হতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেছিল আছিকুলে।আজ কাকভোরে প্রায় দুইটার‌ সময়ে গাড়ী হতে জাপ দেওয়ার পরে পিছন‌ দিক হতে এসে থাকা এছকর্ট গাড়ীর খুন্দাতে গুরুতর ভাবে আহত হয় আতিকুল ।আহত আছিকুলকে সংকটজনক অবস্থাতে নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে আনা হয় যদি ওচিকিৎসকে মৃত বলে ঘোষণা করে।এই আছিকুলে প্রথমে থানাজ্বালাতে উচটনি দেওয়ার তথ্য লাভ করেছিল পুলিশে।থানাজ্বালানো ঘটনার পর নয়দিন ধরে পলাতক অবস্থাতে ছিল যদিও গতকাল পুলিশে আছিকুলকে জিজ্ঞাসাবাদ করার সময়ে বহু তথ্য‌ লাভ করতে সক্ষম হয়েছে।আছিকুল ডাকাতি কে ধরে বিভিন্ন অপরাধ জনিত ঘটনাতে জরিত ছিল বলে পুলিশ সূত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.