শিলং এ মামা ভাগ্নের লড়াই জমে উঠেছে
মামা-ভাগ্নের ভোটের লড়াই জমজমাট শিলঙে ।
ননী গোপাল ঘোষ -- 14 মে -- শিলং
মামা বনাম ভাগ্নের ভোটের লড়াই দেখতে চলেছে শিলঙের পাইনথরমুখরা বিধানসভা কেন্দ্রের ভোটারেরা । গত 25 বছর ধরে মামা আলেকজান্ডার লালু হেক পাইনথরমুখরার বিজেপি বিধায়ক । মাঝখানে অবশ্য পাঁচটা বছর ঘর করেছিলেন কংগ্রেসের সঙ্গে । চিরকালই মামার ছায়াসঙ্গী ছিলেন ভাগ্নে রকি হেক।
এবার সেই রকি হেকই মামা আলেকজান্ডারের বিরুদ্ধে ভোটে লড়বেন বলে ঘোষণা করলেন । এর জন্য বিজেপিও ছেড়েছেন রকি। তিনি লড়তে চলেছেন মেঘালয়ার জোট সরকারের বড় শরিক ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি) টিকিটে। রকির আশা তিনিই পাচ্ছেন এনপিপি টিকিট । মামা যথারীতি বিজেপি প্রার্থী ।
তবে একটা কথা নিশ্চিত শহর শিলঙের এই কেন্দ্রে এক অভিনব নির্বাচনী যুদ্ধ দেখতে চলেছেন ভোটারেরা।








কোন মন্তব্য নেই