Header Ads

তৃতীয় দফার গুনুৎসব

তৃতীয় পর্যায়ে গুণোৎসবের অন্তিম দিন নগাঁওতে।
সুনীল রায় নগাঁও ১৪ মে :- তৃতীয় পর্যাযের গুণোৎসবের অন্তিম দিনে নগাঁওতে নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত বরক'লা স্থিত গুরুনানক প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয় বিধায়ক রূপক শর্মা।গুণোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হ ওয়া বিভিন্ন কার্যসৃচীতে অংশ গ্ৰহন করে বিধায়ক জনে। বিদ্যালয়টি পর্যবেক্ষণ করে বিধায়ক জনে ছাত্র -ছাত্রী , শিক্ষক শিক্ষয়ত্রী সকলের সহিত মত বিনিময় করে।সাথে অভিভাবক সকলের সাথে মত বিনিময় করে। বিদ্যালয়টিতে উপস্থিত হ ওয়ার পর বিধায়ক রূপক শর্মা  বলেন যে মূখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী চিন্তাধারারে অনুষ্ঠিত হ ওয়া গুণোউৎসবের মাধ্যমে ছাত্র-ছাত্রী সকলকে উপকৃত করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.