Header Ads

লামডিং -শিলচর পাহাড় লাইনের একাংশ ডুবে গেল সেতু ভেঙে পড়ল

নয়া ঠাহর,লামডিং:লামডিং-শিলচর পাহাড় লাইনের একাংশ বৃষ্টিতে ডুবে গেছে। বান্দর খালির কাছে এক রেল সেতু ভেঙে পড়েছে। রেল চলাচল বিপর্যস্ত,  রেল চলাচল অনিশ্চিত হয়ে পড়লো। কোটি কোটি টাকা ব্যয় করে  রেল সেতু নির্মাণ করা হয়েছিল। পাহাড়ি   ভুগর্ভর মাটির পরীক্ষা করা হয় নি। ভূতাত্ত্বিক  সমীক্ষা করা হয় নি বলে রেল সূত্র দাবি করেছিল। আজকের ঘটনা রেল কে রীতিমত ভাবাবে।  রাজনৈতিক মুনাফার স্বার্থে  বহু বেশি ট্রেন চালু করা হয়েছে  বহন ক্ষমতার থেকেও বেশি সংখ্যক ট্রেন চালানো হচ্ছে।  পাহাড় ভূকম্পন প্রবন  এলাকা তারপর অতিরিক্ত যাত্রী বাহী ট্রেন চালানো হচ্ছে।  ফল তো ভূগতেই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.