Header Ads

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি "র গীতিকার আব্দুল গাফফার চৌধুরী প্রয়াত

নয়া ঠাহর, শিলচর:বরাকে  ১৯ মে যেদিন ভাষা শহীদ দের স্মরণ করা হয় সেদিনই লন্ডনে মারা গেলেন" আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারির  '"গীতিকার আব্দুল গাফফার চৌধুরী।ডায়াবেটিস ও কিডনি  রোগে আক্রান্ত হয়ে ৮৮বছর বয়সে মারা যান।রাষ্ট্রপুঞ্জ একুশে ফেব্রুয়ারি কে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণার  পরে গাফ্ফার চৌধুরীর এই গান বিশ্বের ২৫টি ভাষাতে অনুবাদ করে  গ্যওয়া হয়। ভাষা সৈনিক, সাংবাদিক,সম্পাদক লেখক,কবির মৃত্যুতে  শোক প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবুল হামিদ  বলছেন দেশের অপূরণীয় ক্ষতি হল। বাংলাদেশে বাংলাভাষা আন্দোলনে তিনিও  পুলিসের গুলিতে আহত হন।  ঢাকা মেডিক্যাল  কলেজে ভাষা সৈনিক  রফিকের রক্তাত্ব মরদেহ দেখার পর  কাল জয়ী এই গান টি রচনা করেন। "আমার ভাইয়ের রক্তে  রাঙানো একুশে ফেব্রুয়ারি .।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.