তাজমহলের ২২টি বন্ধ ঘর খোলার আর্জি আদালতে
নয়া ঠাহর,কলকাতা:তাজমহল বিতর্কে আবার দেশ।ইলাহাবাদ হাইকোর্ট এ রিট পিটিশন দাখিল করে বিজেপি ২২টি বন্ধ ঘর খুলে দেখার দাবি জানালো।এই ঘর গুলোতে হিন্দু মন্দিরের স্মারক আছে ,ঘরগুলি দেশের পুরাতাত্ত্বিক বিভাগ সংরক্ষণ করে রেখেছে।
কোন মন্তব্য নেই