পুরীর মন্দির রক্ষার চেষ্টা,অশনি আছড়ে পড়বে
নয়া ঠাহর,কলকাতা:এবার অশনি, ঝড় তুফানের নতুন নামকরণ ,দাপট শুরু হবে মঙ্গলবারের মধ্যে,ওড়িশা থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে ব্যাপক সামুদ্রিক ঝড়। বহু আগে ঘূর্ণিঝড়ে কোনারাক ও পুরীর মন্দিরের ক্ষতি হয়েছিল,এবার সাবধানতা অবলমবন করা হয়েছে বলে আবাহাওয়া দপ্তর জানিয়েছে।
কোন মন্তব্য নেই