Header Ads

অসমের বরপেটা তে টর্নেডো, আতঙ্কিত মানুষ

নয়া ঠাহর,গুয়াহাটি:অসমের বরপেটা জেলার  চেঙ্গা অঞ্চলের  একাংশ মারাত্বক  ঝড় তুফানের  কবলে পরে যা ছোট খাট টর্নেডো। সব কিছু ওলট পালট  করে দেয়।  পশ্চিম বঙ্গের কান্দি মহকুমার অর্ন্তগত  গৌকর্ণ এলাকায় তাল গাছ ফেটে   চৌচির হয়ে যায়।পুকুরের জল  উঠে যায়, শুকিয়ে যায় রাস্তায়    চলা গাড়ি   আকাশে উড়ে  যাওয়ার ব্যবস্থা হয়। অদ্ভুত এই  প্রাকৃতিক বিপর্যয় যা ইতিহাসে স্থান পেয়েছে যাকে এই শতাব্দীর   অন্যতম টর্নেডো  বলা হয়। তবে বরপেটা জেলাতে এত মারাত্বক আকার ধারণ করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.