Header Ads

গ্যাস সিলিন্ডার বেড়ে হল হাজার 26 টাকা

নয়া ঠাহর,কলকাতা: আবার রান্নার  গ্যাসের দাম বাড়লো।এবার বেড়ে হল হাজার 26 টাকা। এই নিয়ে পর পর 10 বারের বেশি বাড়ানো হল। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন  প্রধানমন্ত্রী  দেশের মানুষকে দুর্ভোগের  মধ্যে ফেলছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.