ধেয়ে আসছে ঘুর্ণি ঝড় "অশনি"
নয়া ঠাহর ,কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় ,নাম অশনি ।রবিবার দিন ভোর হালকা বৃষ্টিপাত,মঙ্গলবার থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সকাল থেকে তার প্রভাব পড়েছে। ওড়িশা সহ বাংলার সাগর তীরবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টির বিরূপ প্রভাব পড়েছে।
কোন মন্তব্য নেই