Header Ads

সমাজকর্মী জদুলাল চৌধুরী প্রয়াত

সমাজকর্মী যদুলাল চৌধুরী প্রযত।
সুনীল রায় নগাঁও ২৮:- আজ কাক ভোরে নগাঁও শহরের হযবরগাঁও অঞ্চলের ২২নং ওযার্ডের বাসিন্দার যদুলাল চৌধুরী (৬০)নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে হযবরগাঁও অঞ্চলে শোককূল পরিবেশের সৃষ্টি করেছে।গতকিছু দিন ধরে কর্কট অক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
তার মূত্যূতে আসাম প্রদেশ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক শান্তনু শর্মা মূত্যু খবর পাওয়ার সাথে প্রাযত চৌধুরীর বাড়ীতে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান।এই ছাড়াও নগাঁও জেলা সুলভ মূল্যের ব্যবসায়ী সন্থার সভাপতি আব্দুল কালাম আজাদ ও ২২নং ওযার্ড কমিশনার বাবুল  লিগিরা, প্রাক্তন বিধায়ক ডা:দুর্লভ চমুয়া, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাযত চৌধুরীর মৃত্যুর খবর পাওয়র সাথে সাথে সাংবাদিক সুনীল রায় তার বাড়ীতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান ।তার মৃত্যুতে মর্মাহত হয়ে ছাত্র জীবন এক সতীর্ত কে হাড়ালাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.