Header Ads

বিধবার প্রতি নিষ্ঠুরতা ভারতীয় হিন্দু সমাজের কলঙ্ক

নয়া  ঠাহর,কলকাতা: বিধবার প্রতি নিষ্ঠুরতা ভারতীয় হিন্দু সমাজের কলঙ্ক। সদ্য বিধবাকে সিঁদুর মুছতে,মঙ্গল সূত্র খুলতে  বাধ্য করা হয়।  সম্প্রতি মহারাষ্ট্রের কোলাপুরের হেরওয়ারে গ্রাম পঞ্চয়েট বৈধব্য প্রথা নির্মূল করার প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাবকে  সমর্থন করে মহারাষ্ট্র সরকার।সারা দেশ তাকিয়ে আছে এই প্রস্তাবের দিকে।দেশের গোড়া হিন্দু সমাজ কি পরিবর্তনের দিকে তাকাবে? বিধাবাদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ হবে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.