আয় বাড়াতে রেল স্টেশনের নাম ভাড়া
নয়া ঠাহর,কলকাতা: রেলওয়ে বিভাগের আয় বাড়াতে স্টেশনে বিজ্ঞাপন চালু হয়েছে আগেই।এবার আস্ত স্টেশনর নামই ভাড়া দেবে রেল। অর্থের বিনিময়ে বিভিন্ন স্টেশনের নাম কোনো প্রস্তুতকারক সংস্থা বা কোম্পানির নামে হবে। নির্দিষ্ট চুক্তির ।বিনিময়ে স্টেশনের নামের আগে বা পরে দুটি শব্দের বিজ্ঞাপন দাতা কোম্পানিকে লোগো বসানোর অনুমতি দেওয়া হবে। মাত্র তিন বছরের জন্য চুক্তি হবে, মদ বা নেশার জিনিস তৈরি করে এমন সংস্থাকে ভাড়া দেওয়া হবে না।
কোন মন্তব্য নেই