গুয়াহাটি তে আবর্জনার স্তূপে , রেলের ড্রেনের নোংরা জলে দাঁড়িয়ে ৮৭ বছরের বাঙালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
নয়া ঠাহর, গুয়াহাটি:বড় লজ্জা, বড় পরিতাপের কথা গুয়াহাটি মহানগরের কেন্দ্র স্থলে অবস্থিত পল্টন বাজারের সব আবর্জনা ,নর্দমার নোংরা জলের উপর দাঁড়িয়ে এক ৮৭ বছরের জীর্ণ ,ভাঙা চোরা বিদ্যালয় ভবন। রাজ্যের লক্ষ লক্ষ বাঙালি কে উপহাস করছে ,লজ্জায় ফেলেছে বাঙালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোন অভিভাবক নেই কংগ্রেস সরকারের মত বিজেপি সরকারও বাঙালি হিন্দু বিরোধী সরকার আজও বাঙালি হিন্দুদের বিদেশি নোটিশ দিচ্ছে। জাতীয় নাগরিক পঞ্জির ১৯ লাখ বাদ পড়া নাগরিকদের মধ্যে ১২,১৪লাখ বাঙালি হিন্দু,তাদের নাগরিকত্ব ঝুলে আছে।সেই সরকার গুয়াহাটির মাঝ খানে অবস্থিত ঐতিয়া মণ্ডিত আগুনে পোড়া বিদ্যালয় কে ৩০লক্ষ মত আর্থিক অনুদান দিলেও তা দুর্নীতির ঘেরা টোপে আটকিয়ে আছে।৩ কোটি টাকা দেওয়ার ঘোষণা ঝুলে আছে। রাজ্যে প্রায় ৭৫লাখ বাঙালি হিন্দু তারা নয় কিন্তু ২০লাখ জনগোষ্ঠীর বড়ো ভাষা দ্বিতীয় সরকারি ভাষা। প্রতিবাদ করার বাঙালি নেতা নেই , নেতাদের মেরুদন্ড বড়ই দুর্বল। , গুয়াহাটির জনপ্ৰিয় টি ভি চ্যানেল ডি ওয়াই 365 গুয়াহাটির জরাজীর্ণ বিদ্যালয়ের আসল রূপ তুলে ধরেছে।
কোন মন্তব্য নেই