Header Ads

পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকা তে দেবার দাবি



 নয়া ঠাহর,শিলচর :পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকায় দেওয়ার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট 

আসাম সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের(DHSFW)  ANM Grade -III পোস্টের  লিখিত পরীক্ষা ২৯শে মে। বিভাগীয় ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করার পর দেখা যায় বরাক উপত্যকায় কোনো পরীক্ষা কেন্দ্র নেই। সবগুলো কেন্দ্রই শোণিতপুর, তেজপুর, ঢেকিয়াজুলি, যোড়হাট প্রভৃতি জায়গায়। এদিকে শিলচর-গৌহাটি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত, রেল পথ বন্ধ, সড়ক পথেও বেহাল অবস্থা। এ নিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। 

ইয়ুথ ফ্রন্টের মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে এটা বরাকের প্রতি বৈষম্যের আরেকটা নিদর্শন মাত্র। পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই মহিলা যাদের ছোট ছোট শিশু সন্তানও আছে। এই অবস্থায় বন্যা যখন এক ভয়াবহ আকার ধারণ করেছে তখন তাদের পক্ষে এই বিপদসংকুল পথ পাড়ি দিয়ে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব। আমরা সন্দেহ করছি যে বরাক উপত্যকার পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখার জন্য এটা একটা কৌশল মাত্র। 

ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন যে এই বিষয় নিয়ে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বরাক ব্রহ্মপুত্র সমন্বয় নিয়ে তিনি যদি আদৌ চিন্তিত  হন তাহলে অবিলম্বে বরাক উপত্যকার তিন জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে দিন। তাছাড়া মাঝেমধ্যে বরাক উপত্যকার কিছু ভূইফোড় সংগঠন বরাক ব্রহ্মপুত্র মিলনের গান গেয়ে থাকেন। তারা এই বিষয়ে নীরব কেন? এই ভাবে বঞ্চনা ও বৈষম্য চলতে থাকলে সমন্বয় এক অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। 

বরাকে বেকার সমস্যা এক ভয়াবহ আকার ধারণ করেছে এবং আসাম সরকারের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছে উপত্যকার ছেলেমেয়েরা। বিগত দিনেও দেখা গেছে যে প্রতিযোগিতা মূলক পরীক্ষার কেন্দ্র ইচ্ছা করে বরাক উপত্যকায় দেওয়া হয় না। এই বিষয় সুরাহা না হলে উপত্যকার কর্মপ্রার্থীদের নিয়ে বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে। 

এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন ইয়ুথ ফ্রন্টের আহ্বায়ক দেবায়ন দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.