Header Ads

দশ মাসের মধ্যেই চালু হবে রণগ্রাম সেতু,কান্দির কান্না থামবে

নয়া ঠাহর, বহরমপুর: গত তিন বছরের বেশি সময় থেকে কান্দি   বহরমপুরের জীবন রেখা স্বরূপ রণগ্রাম সেতু নিয়ে অনেক রাজনীতি হল   ,অনেক প্রতিবাদ মিছিল ,সভা সমিতি দেখা গেল।  এবার সম্ভবত  যবনিকা পড়বে, কান্দিবাসীর কান্না থামবে। পূর্ত আধিকারিক অতনু সেন গত  ২৩মে সংবাদ পত্র কে বলেছেন সেতুর অর্ধেক কাজ সম্পুর্ন হয়েছে। আশা  করা যাচ্ছে ২০২৩সালের মার্চ মাসের মধ্যে  শেষ হবে। পুরনো সেতুর পাশে১১০ মিটার  লম্বা১০,৫মিটার চওড়ার তিন লেনের নতুন সেতু নির্মিত হচ্ছে।১৯৩০ সালে এই ইস্পাতের সেতুটি নির্মিত হয়েছিল।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.