Header Ads

গুয়াহাটি তে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

প্রজেক্সেল ফাউন্ডেশন কর্তৃক রবীন্দ্র জয়ন্তী উদযাপন l

অনুষ্ঠানটির আয়োজন করে প্রজেক্সেল ফাউন্ডেশন যেখানে প্রজেক্সেল ফাউন্ডেশনের পরিচালক সীমা পুরকায়স্থ রায় এবং দুর্গা রায় এবং অভিজিৎ রায় এবং বিষ্ণু ধর সহ বিশিষ্ট গায়িকা চম্পা সূত্রধর। 
প্রজেক্সেল ফাউন্ডেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় l

কবিগুরু রবীন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন PPACA  ছাত্রছাত্রীরা l

ঠাকুরের অসংখ্য কাজ নিয়ে
তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় l

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.