ঢেকিয়া জুলিতে হত্যা কাণ্ড
ঢেকিয়াজুলিতে নির্মম হত্যাকান্ড....
পিন্টু রয়, তেজপুর ১০ মে : শোনিতপুর জেলায় বিগত কিছু মাসে হত্যাকান্ড মতো ঘটনা বেড়ে যাওয়ায় জেলাটির নিবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য যে শোনিতপুর জেলার অন্তর্গত রাঙাপাড়া সমষ্টির কেহরুখন্দা অঞ্চলের নিবাসী ফটিক চন্দ্র কুর্মি নামের লোকটিকে গতকাল রাত তার নিজ বাসগৃহতে কোন দলবদ্ধ দূরবৃত্তয় হাত-পা বেঁধে হত্যা করে। হত্যা করার কারণ এবং হত্যাকারীর বিষয়ে এখনও জানা যায়নি যদিও স্থানীয় পুলিশ ঘটনার অনুসন্ধান করছে।
কোন মন্তব্য নেই