সৌরভের বাড়িতে অমিত শাহ বাঙালি খানা খেলেন,ডোনা পরিবেশন করলেন
নয়া ঠাহর,কলকাতা:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় ক্রিকেটের সম্রাট সৌরভ গঙ্গো পাধ্যয় এর বাড়িতে গিয়ে নিরামিষ খানা খেলেন। দই মিষ্টি সাজিয়ে দিলেন সৌরভ পত্নী ডোনা ।সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায় নিরামিষ পদ রান্না করিয়ে ছিলেন। এই শাহী খানার মধ্যে অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছে।
কোন মন্তব্য নেই