Header Ads

দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের এক প্রতিমূর্তি স্থাপন হল রাজভবনে

নয়া ঠাহর,গুয়াহাটি দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের এক প্রতিমূর্তি উন্মোচন করলেন রাজ্য পাল জগদীশ  মুখী। তিনি আজ রাজ  ভবনে এই প্রতিমূর্তি উন্মোচন করেন।মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা   উপস্থিত থেকে প্রথম  রাষ্ট্রপতি র প্রতি  শ্রদ্ধা  জানান।তার 137 তম জন্মদিনে এই অনুষ্ঠান হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.