খুদিরামের জন্মদিন কে মনে রাখেনা অকৃতজ্ঞ বাঙালি
দেশের কনিষ্ঠতম বিপ্লবীর আজ ১৩২তম জন্মদিন
জয়শ্রী আচার্য্য লামডিং :একবার বিদায় দে মা ঘুরে আসি। যার শেষ ইচ্ছা এমন হয় তার মনের জোর কতটা হতে পারে তা বলাই বাহুল্য। আজ তেসরা ডিসেম্বর। ১৮৮৯ খৃষ্টাব্দে আজকের দিনটিতেই জন্ম হয়েছিল খুদিরাম বসুর। মাতা লক্ষীপ্রিয়া দেবীর পূর্বের দুই পুত্র সন্তানের মৃত্যু হওয়ায় মাত্র তিন মুঠো খুদের বিনিময়ে নবজাতককে মাসীর কাছে দান করেন। সেই থেকে তার নাম হয় খুদিরাম। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হন তিনি। তার পরিবর্তে নিরীহ মিসেস কেনেডি ও তার কন্যার মৃত্যু হয়। ফলে ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দেয়। যখন তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় তখন তার বয়স ১৮বছর ৭মাস ১১দিন। তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কনিষ্ঠতম বিপ্লবীর আখ্যা দেওয়া হয়। এহেন বীরের আজ ১৩২তম জন্ম দিন। তবে তার জন্ম দিনে তাকে তেমন ভাবে শ্রদ্ধা জানানো হয়েছে কিনা জানা নেই।
সেই স্বাধীন দেশে তার বয়সী ছেলেমেয়েদের জন্মদিন DJ বাজিয়ে সাড়ম্বরে সেলিব্রেট করা হয়। সেসব ভবিষ্যৎ প্রজন্মদের খুদিরামের বলিদানের কথা জানা আছে কিনা সন্দেহ। কিন্তু কিছু লোক যে এসব নিয়ে ভাবছেন না তা নয়। কিন্তু সমস্যা সৃষ্টি হয় স্বার্থান্বেষী রাজনৈতিক বাতাবরণে। কার জীবনীর সঙ্গে কার ছবি পোস্ট হচ্ছে তার কোন ঠিক নেই। বর্তমানে দেশের এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষ কাকে নমস্য বলে ভাববেন কাকে নয় তা বুঝে উঠার আগেই অন্য আরেক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই অভিভাবকেই সাহায্য করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। তাই সকলেরই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত এই বিপ্লবীর জন্ম দিন বলে মনে করেন শিক্ষিত মহল।
কোন মন্তব্য নেই