Header Ads

দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা কে সরকার "অসম বৈভব " সম্মান দেবে

নয়া ঠাহর,গুয়াহাটি:অসম সরকার দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা কে"  অসম বৈভব   "সম্মান দেবে। মূখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা  দিল্লিতে একথা জানান।অসমে মারন রোগ ক্যান্সার   প্রতিরোধে   রতন টাটা এক ট্রাস্ট গড়ে অসমে 19 টি ক্যান্সার হাসপাতাল গড়ার সিদ্ধান্ত  নিয়েছে। 12 টির বেশি ভিত্তি প্রস্তার স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে টাটা গোষ্ঠী অসমে সাহায্যের হাত  বাড়িয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.