বরাকের প্রতিবাদী কণ্ঠ প্রদীপ দত্ত রায় মুক্ত আকাশের নিচে
নয়া ঠাহর,গুয়াহাটি: বরাক উপত্যকার প্রতিবাদী কণ্ঠ প্রদীপ দত্ত রায় কে গতকাল রাত 12 টা তে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। বরাক ডেমোক্র্যটিক ফ্রন্টের মুখ্য আহবাযক প্রদীপ দত্ত রায় অসুস্থ বলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাষা কেন্দ্রিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এক পোর্টালের সম্পাদক অনির্বান রায় চৌধুরী তাকে সমর্থন করে সম্পাদকীয় লেখার অপরাধে তাকেও শেষ পর্যন্ত আগাম জামিন নিতে হয়েছে। বরাকের 27 জন আইন জিবি জোট বেঁধে প্রদীপ দত্ত রায়ের জামিনের জন্যে চেষ্টা করে ছিলেন।প্রদীপের মেয়ে প্রথমা দত্ত রায় একজন আইনজিবি ,তিনি বাবার মুক্তির দাবিতে প্রথম থেকে চেষ্টা চালান। প্রদীপ কে একদিন আগেই ছেড়ে দেওয়া হল। শিলচরে র সাংবাদিকরা প্রতিবাদ করে বলেছেন প্রদীপ দত্ত রায় কোন সাংবাদিক কে হেনস্থা করেনি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। প্রদীপ দত্ত রায় আজ মুক্ত আকাশের তলে এসে সাংবাদিকদের বলেন তার গ্রেফতারের প্রতিবাদে রবিবার শিলচরে এক প্রতিবাদী সভা হবে।বলেন সাংবাদিকদের হেনস্থা করা আর রাষ্ট্র দ্রহের কেস এই দুটো কেস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে।অথচ সাংবাদিকদের সঙ্গে তার সুসম্পর্ক র কথা সবাই জানেন।
কোন মন্তব্য নেই