সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এর কপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে আজ দেশব্যাপী শোক দিবস
নয়া ঠাহর,গুয়াহাটি: সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এর কপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে সারা বিশ্বের নেতারা শোক বার্তা পাঠিয়েছেন। প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল লক্ষ্মণ সিং রাওয়াত এর পুত্র বিপিন রাওয়াত উত্তরা খণ্ডের এক দুর্গম গ্রামে জন্ম গ্রহন করেন 1958 সালে। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে বর্তমান সেনা বাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভনের নাম বিবেচিত হতে পারে। পত্নী মধূলিকা রাওয়াত সহ 12 জন সেনা অফিসারের সঙ্গে প্রাণ হারান সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত।আজ 20 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও বায়ু সেনার হেলি কপ্টারের ব্ল্যাক বক্স পাওয়া যায় নি বলে সংবাদ সূত্রে জানা গেছে। আজ 9ডিসেম্বর দেশ জুড়ে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ঘোষণা করেছেন।
কোন মন্তব্য নেই