বিপ্লবী বিনয়, বাদল ,দীনেশ আজই রাইটার্স বিল্ডিং আক্রমণ করে ছিলেন, স্মরণ করে কি দেশ বাসী?
আজ বিশেষ দিনে বিনয়-বাদল-দিনেশকে সশ্রদ্ধ প্রনাম
জয়শ্রী আচার্য্য ,লামডিং :আজ ৮ ডিসেম্বর, ১৯৩০ খৃষ্টাব্দের আজকের দিনেই বিনয়, বাদল এবং দিনেশ তৎকালীন ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন।
১৯৩০ খৃষ্টাব্দের ১৯ আগষ্ট, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় বসু ঢাকার মিডফোর্ড হাসপাতালে প্রবেশ করে বাংলার অত্যাচারী পুলিশ ইন্সপেক্টর জেনারেল লেম্যান্ট এবং পুলিশ সুপারিনটেনডেন্ট হার্ডসনকে গুলি করেন। এঘটনায় লেম্যানের মৃত্যু হলেও হার্ডসন দীর্ঘ অসুস্থতার পর বেঁচে যায়। তার পর বিনয় পালিয়ে কোলকাতায় এসে হেমচন্দ্রের বেঙ্গল ভলান্টিয়ার্স দলে যোগ দেন। সেখানে তাঁর বাদল গুপ্ত ও দিনেশ গুপ্তের সঙ্গে পরিচয় হয়। তারপর তাঁরা একসাথে ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্সে আক্রমণ করেন । ছদ্মবেশে সোজা চলে যান দোতলায়, সেখানে উপস্থিত ইন্সপেক্টর জেনারেল কুখ্যাত কর্ণেল সিম্পসনের বুকে পরপর ৬ রাউণ্ড গুলি চালায় বিনয়। তার পর একটি পতাকা হাতে তিন জনই বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে যখন বেরিয়ে আসেন তখন ব্রিটিশ সেনারা তাঁদের ধরে ফেলে। নিজেদের ব্রিটিশের হাতে তুলে দেওয়ার চাইতে মৃত্যু শ্রেয় ভেবে বাদল গুপ্ত সায়ানাইড খেয়ে নেন। বাকি দুই জন নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যদিও হাসপাতালে বিনয় বসুর মৃত্যু হয়, কিন্তু দিনেশ কিছুদিন পর সুস্থ হয়ে উঠলে ১৯৩১ সনের ৭ জুলাই তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়।
অগ্নি যুগের এই তিন বীরকে জানাই সশ্রদ্ধ প্রনাম।
কোন মন্তব্য নেই