কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অবস্থান ধর্মঘট
সুনীল রায় নগাঁও ২ডিসেম্বর :- অত্যাবশ্যকীয় সামগ্ৰীর মৃল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কৃষক মুক্তি সংগ্ৰাম নগাঁও জেলা সমিতিয়ে ,নগাঁওজেলাশাসক কার্য্যালয়ের সম্মূখে অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ন করে।কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির সাধারণ সম্পাদক জিতেন বরার নেতৃত্বে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির সমর্থক সকলে অবস্থান ধর্মঘট কার্যসূচীর মাধ্যমে সরকারকে শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করতে দাবী জানায়। প্রতিবাদ কারী সকলে মূল্য বৃদ্ধি রোধ করা, কেন্দ্রীয় সরকার ছেয় ছেযেই, গরীবের রক্ত খাওয়া কেন্দ্রীয় এবং রাজ্য সরকার হুসিয়ার , কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি জিন্দাবাদ এই ধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলে। কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির নেতৃত্বরা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর সমালোচনা করে বলেন যে -২০১৪সনের লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে মূল্য বৃদ্ধি হ্রাস করার সাথে সকলের জন্য ভালো দিন আসবে।সেই সময়ে প্রতিটা রন্ধন গেসের মূল্য ৪২০ টাকা, ১লিটারপেট্টলের দাম ৬৩টাকা, ডিজেলের দাম ৫১টাকা ছিল।মাত্র ৭বছরের ভিতরে আসামে রন্ধন গেস, ডিজেল, পেট্রলের দাম আকাশছোঁয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল্য বৃদ্ধি হ্রাসকরা এবং ভাল দিনের প্রতিশ্রুতি কোথায় গেল বলে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে প্রশ্ন উথ্যাপন করেছে।কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করতে সরকার কে দাবী জানিয়েছে।অন্যথা সমিতিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে বলে সরকারকে সতর্ক করে দেয়।
কোন মন্তব্য নেই