অসমে চু কা ফা দিবস উদযাপিত
অসমে আজ চু কা ফা দিবস উদযাপিত হয়।অসম জাতীয় পরিষদ দিসপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে নাচ গান আলোচনার মাধ্যমে অসম দিবস পালন করে।প্রতি বছর 2 ডিসেম্বর বা ১৬ অগ্রহায়ণ দিনটি চুকাফা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি অসমের জন্য তাৎপর্য বাহী। ১২১৫ খৃষ্টাব্দে চীনের য়ূনান প্রদেশের মাওলুং রাজ্যের টাই আহোম সাম্রাজ্যের রাজকুমার চাওলুং চুকাফা এই দিনটিতে পাটকাই পর্বত পার হয়ে সমান খণ্ডে প্রবেশ করেন। সঙ্গে নিয়ে এসেছিলেন ৮জন মন্ত্রী পরিষদ, ৯০০০পদাতিক সৈন্য, ৩০০ঘোরাএবং দুটি হাতী।
পথে চরাইদেউ পর্বতের নাগা জনগোষ্ঠীর দ্বারা বাধাগ্রস্ত হন। দীর্ঘ ১৩ বছর ধরে যুদ্ধ করে ১২২৮ খৃষ্টাব্দের ১৬ অগ্রহায়ণ সৌমারপীঠে প্রবেশ করে অভয়পুরে অস্থায়ী রাজধানী স্থাপন করেন। পরবর্তী কালে ১২৫৩ খৃষ্টাব্দে চে-বাই-দৈত অর্থাৎ চরাইদেউ পর্বতে স্থায়ী রাজধানী স্থাপন করেন।
চাওলুং চুকাফা সুদূর মাওলুং থেকে অসমে এসে ছয়শ বছরের আহোম রাজ্য প্রতিষ্ঠা করেন। চুকাফার রাজনৈতিক, প্রশাসনিক তথা কূটনৈতিক জ্ঞান ছিল। তিনি একদিকে যেমন নাগাদের বশ করেছিলেন তেমন অন্যদিকে মরান এবং বরাহীদের সঙ্গে মিত্রতা করে বর অসমের ভিত্তি শক্ত করেন। ১৯৭২ সনে সৈখোয়ার ভীমকান্ত বুরাগোহাই নামে এক ব্যক্তির প্রচেষ্টায় অসম দিবসের সূচনা হয়। ১৯৯৬ সনে তৎকালীন অসমের কংগ্রেস সরকার কর্তৃক এই দিনটি বন্ধ ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই