Header Ads

সাংবাদিক অনির্বান রায় চৌধুরী কে ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়

নয়া ঠাহর,শিলচর: "বরাক বুলেটিন " নামে এক দ্বিভাষিক নিউজ পোর্টালে  এক সম্পাদকীও লেখার অপরাধে  পোর্টালের সম্পাদক অনির্বান রায় চৌধুরী কে  রাষ্ট্র দ্রোহে  অভিযুক্ত করা হয়। আজ ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।এই অভিযোগে  বরাক ডেমোক্র্যাট ফ্রন্টের মুখ্য আহ্বাযক প্রদীপ দত্ত রায় কে  অভিযুক্ত করে  বন্দি করে রাখা হয়েছে।আগামী 10 ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। অনির্বান তার সম্পদকীয় তে  প্রদীপ দত্ত রায় কে সমর্থন করে প্রশ্ন তুলে ছিলেন বরাকের মানুষ কি মেরুদন্ড হীন হয়ে গেলেন? অল আসাম বেঙ্গলি  হিন্দু  এসোসিয়েশনের   সম্পাদক  শান্তনু  সূত্র ধর   অভিযোগ করে ছিলেন এই   লেখা  সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। সেই প্রেক্ষিতে অনির্বাণ কে  শিলচর সদর থানা অভিযোগ দায়ের করে।  বরাক উপত্যকার সাংবাদিক রা   প্রতিবাদ করেছেন। আগামী  শুনানির দিন  প্রদীপ দত্ত রায় কে  ব্যক্তিগত জামিনে ছাড়া হতে পারে বলে  এক সূত্রে জানা গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.