Header Ads

অন্ন বস্ত্র বাসস্থানের দাবিতে গণ অভিবর্তন

নগাঁওতে ভূমি , বাসস্থান এবং খাদ্য  অধিকারের দাবিতে গন অভির্বতন##
সুনীল রায় নগাঁও ৬ডিসেম্বর :- অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ভূমি অধিকারের দাবীতে আজ নগাঁও শ্বহীদ ভবনে এক গন অভির্বতন‌অনুষ্টিত হয়।
সদৌ অসম গ্ৰামীন শ্রমিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অভির্বতনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্ৰহন করা হয়।সদৌ অসম জন সাংস্কৃতিক পরিষদের সভাপতি মৃদপবন বরা, অধিবক্তা পরী কুমারী বরুয়া , কার্বিআংলং কিষান শ্রমিক সভার সভাপতি লংকি রাম টকরিয়ে পরিচালনা করা অভিবর্তনের সভাতে অংশ গ্ৰহন করে সন্থার সভাপতি শ্রভ্রজ্যোতি বর্ধনে বর্তমানের সরকারে সাম্প্রদায়িক দৃষ্টি ভংগীরে চলানো উচ্ছেদের বিরোধীতা করে।সন্থার সাধারণ সম্পাদক অরুপ কুমার মহন্ত ই বলেন যে বর্তমানের বিজেপি সরকারে যুগ যুগ ধরে‌ সরকারী ভূমিতে বসবাস করে থাকা ভূমিহীন পরিযাল সমূহ কে ভূমি আবন্টন দেওয়ার পরিবর্তে এবং প্রথমে সংস্থাপন ছাড়াই এই লোক সকলের মৌলিক অধিকার খর্ব করে উচ্ছেদ করেছে। সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আসামের জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়।এইঅভিবর্তনে সংখ্যালঘু সংগ্ৰাম পরিষদের আবু বক্কর সিদ্দিক, কার্বি আংলং‌ কিষান শ্রমিক সংঘের সম্পাদক গোবিন তকবি , কৃষক শ্রমিক সন্থার  মোস্তাফা সেলিম আহমেদ, এই ছাড়াও বিভিন্ন শ্রমিক সন্থা অংশ গ্ৰহন করে।অভিবর্তনে ভূমি , বাসস্থান , খাদ্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ গনতান্ত্রীক গণ আন্দোলন গড়ে তুলা, ভূমি হীন - গৃহ হীন পরিযালের পঞ্জীয়ন সূচী,কার্বি-আংলং এবং ডিমাহাচাও জেলা কে নিয়ে ২৪৪(ক) ধরার অধীনে স্বাযত্বশাসিত রাজ্য প্রদান করা, লামডিং বনাঞ্চলের উচ্ছেদিত পরিযাল সমূহকে খাদ্য বিশুদ্ধ খাবার জল এবং চিকিৎসার ব্যবস্থা করাকে ধরে ১১ দফার একটি প্রস্তাব গ্ৰহন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.