নওগাঁ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস
সুনীল রায় নগাঁও ৫ডিসেম্বর :- নগাঁওয়ের সাথে আমার অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে।শিক্ষা, চিকিৎসা বাজার এই সকল ক্ষেত্রে আমরা সমন্ধ আছে।নগাঁও হিসাবে পরিচয় দিতে ভাল পাই। এখনো নগাঁও জেলা দুই ভাগ হয়ে নগাঁও এবং মরিগাঁও হিসাবে চিহ্নিত হয়েছে।তার পরেও আমি নিজেকে নগাঁও বলে বলতে ভাল পাই। এখোন আমি অবিভক্ত নগাঁও বলে বলি। আমার ভালো প ওয়া স্থান বলে বলেই আমি সবসময়েনগাঁওকে প্রথম স্থান দিয়ে আসছি।এই মন্তব্য আসামের জল সম্পদ , তথ্য এবং জন সংযোগ দপ্তারের মন্ত্রী পীয়ুষ হাজারিকার।আজ নগাঁও প্রেছ ক্লাবের ১৮ সংখ্যক প্রতিষ্টা দিবস উপলক্ষে আয়োজন করা প্রকাশ্য সভাতে অংশ গ্ৰহন করে মন্ত্রীজনে নগাঁওযের বিষয়ে উল্লেখ করে বলেন যে নগাঁওয়ের এক আলাদা ঐতিহ্য আছে। সংবাদ মাধ্যমের কথা উল্লেখ করে মন্ত্রী জনে বলেন যে- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা।গনতন্ত্র কে শক্তিশালী করতে সুস্থ সাংবাদিকতার প্রয়োজন।গনতন্ত্রকে সুস্থ সমালোচনার প্রযোজন আছে।সেইটি সমালোচনা গঠন মূলক হ ওয়া উচিত। আমার গনতান্ত্রিক ব্যবস্থাটি সুন্দর করে এগিয়ে নিবার জন্য সাংবাদিক সকল নিরপেক্ষ হতে লাগবে। কখনো ন্যায় পালিকারো বিচ্যুতিহয় বলে উল্লেখ করে মন্ত্রী জনে বলেন যে- ক্ষমতার অপব্যহারে সমাজকে আন্য দিকে নিতে পারে।আমি মন্ত্রী বিধায়ক হয়েছি। সেইজন্য আমি কিছু ক্ষমতার অধিকারী। সেই জন্য আমার অহংকার হয়, গুরু গোঁসাই নামানে তাহলে তাহলে পাঁচ বছরের পরে আমাদের কে জনগনে আস্থাতে নিবেনা। ক্ষমতার অপ ব্যবহার হলে সমাজ এবং দেশ ধ্বংস হতে বেশী দিন লাগবেনা।তিনি আরও বলেন যে- রাজনৈতিক শ্রেনীটি ক্ষমতা লাভ করে আসছে।তারা যখনেই ক্ষমতার অপব্যাবহার করবে তখনই তার বিরুদ্ধে মাত মাতার সাথে জনসাধারণ কে সজাগ করতে লাগবে সংবাদ মাধ্যমে।আমি ভাবি এইটি সংবাদ মাধ্যমের জন্য এক গুরুত্বপূর্ণ প্রত্যাহ্বান । সমালোচনা করার সকলের অধিকার আছে বলে মন্তব্য করে মন্ত্রী জনে বলেন যে সমালোচনা সব সময় গঠন মূলক হতে লাগে।সঠিক তথ্য ছাড়া খবর পরিবেশন করলে সমাজে ভূল বার্তাযেতে পারে।মিছা কথা রে কারো মনে আঘাত দেওয়া উচিত না।সংবাদিক সকলের সমাস্যার কথা উল্লেখ করে মন্ত্রী জনে বলেন যে- জন সংযোগ বিভাগকে সক্রিয় করে তুলা হয়েছে।মন্ত্রীজনে সাংবাদিক সকলকে সক্রিয় এবং শক্তিশালী হতে আহ্বান জানায়।নগাঁও প্রেছ ক্লাবের সভাপতি যাদব শ ইকীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি তে অংশ গ্ৰহন করে বিধায়ক রূপক শর্মায় নগাঁও প্রেছ ক্লাবের জন্ম লগ্নেরে হতে বর্তমান প্রর্য্যন্ত জারিত থাকার কথা উল্লেখ করে বলেন যে- আমাদের সমাজে সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সভাতে অংশ গ্ৰহন করে বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতু গোস্বামী ছাড়াও সভাতে বিশিষ্ট অতিথি হিসেবে অংশ গ্ৰহন করে ধিং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড০ বিমান হাজারিকা ছাড়াও প্রেছ ক্লাবের সম্পাদক অজিত শ ইকীয়া এবং উপ সভাপতি তপন বরা , জেষ্ট সাংবাদিক কনক হাজরিকা , শৈলেন শ ইকীয়া, জিতেন বরকটকী এবং পলাশ হাজারিকা ভাষন প্রদান করে।
কোন মন্তব্য নেই