Header Ads

দীপঙ্কর কর, তুষার সাহা, জ্যোতিলাল চৌধুরী সহ 23 জন কে সাহিত্যিক পেনশন

নয়া ঠাহর,গুয়াহাটি:অসমের   বাঙালি সমাজের   শক্তিশালী  গল্পকার দীপঙ্কর  রঞ্জন কর  ,  বিশিষ্ট  কবি  , সাংবাদিক তুষার  সাহা কে সাহিত্যিক পেনশন তুলে দেবেন     মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ,কাল কথা শিল্পী হোমেন   বড়গোহাই এর 90 তম  জন্মদিনে।   দিপংকর   কর   জীবনের  উপান্তে পৌছিয়ে বড় অনাদরের  জীবন ,স্ত্রী  গায়েত্রী  ক্যান্সারে মারা যান।আর্থিক দুরবস্থা ,ঠিক মত চিকিৎসা ও হয় নি।  দীপঙ্কর একজন শক্তিশালী গল্পকারের পাশা পাশি  একজন   বড় দরের  চিত্র শিল্পী ও।  বিজেপি সরকার তাকে  স্বীকৃতি  জানাল। প্রকৃত শিল্পী   জীবনের শেষ বেলায় সম্মান পেল   । তুষার সাহা   অসমীয়া বাংলা  ভাষাতে  সমানভাবে  কলম লিখে  যাচ্ছেন ,দুই জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি গড়তে   বিশিষ্ট কবি সাংবাদিক  তুষার সাহা  সারা জীবন সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। এই  সম্মান তাকে  সৃষ্টিশীল  কাজে  আরও অনুপ্রাণিত করবে। বরাকের বিশিষ্ট  সাংবাদিক জ্যোতিলাল  চৌধুরী কে  সাহিত্যিক পেনশন দেওয়া হল। এছাড়াও অসমীয়া  বাঙালি র সম্প্রীতির সেতু গড়তে  তপন দাস,নীল মোহন রায় কে এই পেনশন প্রদান করা হবে।    এছাড়াও  সংস্কৃতি গবেষক  লক্ষ্য হীরা দাস, বড়ো  ভাষা তে সাহিত্য সৃষ্টির জন্য   বিশ্বস্বর   বসুমতারি,  কার্বি ভাষার উজ্জ্বল লেখক অরবিন্দ উজির, মঙ্গল সিং বে, বানেশ্বর বসুমতারি, রঞ্জু হাজারিকা, নবীন  মল্ল বড়ো,   লক্ষ্মী কান্তি দাস    অনিল সাইকিয়া, কালি নাথ ফ্যাংগিং, দিলীপ কুমার শর্মা, মাখন লাল বাড়ৈ, মানিক লাল মাহাতো, বিনোদ ভগবতী, নবীন কুমার বড়ুয়া,উৎপল দত্ত,রাজেন্দ্র নাথ শর্মা  প্রমুখ  সমাজের বিভিন্ন ক্ষেত্রে  অবদান রাখা 23 জন কে সরকার  সম্মান দেবে।      ( ছবি কবি  তুষার সাহার )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.