সাউথ হিল কলোনি র অসমীয়া প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ রক্ষা
লামডিং সাউথ হীল কলোনির অসমীয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ রক্ষার প্রয়োজন
জয়শ্রী আচার্য্য লামডিং:আজ ৫ ডিসেম্বর, বিশ্ব মৃত্তিকা দিবস। তবে দেশের বেশিরভাগ লোকেরই হয়তো জানা নেই, বা বলা ভালো সজাগতা নেই। তাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের বাড়ির আবর্জনা নিয়ে অন্যের বাড়ির সামনের কোন খোলা জায়গায় ফেলে আসে। ভাবখানা এমন যেন নিজের বাড়িটা পরিস্কার থাকলেই হল। এ শুধু কথার কথা নয়।
লামডিং সাউথ হীল কলোনির অসমীয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এমনই এক উদাহরণ। দীর্ঘদীর্ঘদিন ধরে বিদ্যালয় কতৃপক্ষের কোন রকম আপত্তি না থাকায় আবর্জনা মাঠের প্রায় এক তৃতীয়াংশে স্তুপীকৃত হয়ে ওঠে। স্হানীয় পুরসভা এবং রেল কতৃপক্ষ হাত তুলে দিয়েছে। ফলে সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মাঠের পরিধি সংখিপ্ত হয়ে চলেছে।
ঠিক যে কারণে জাতিসংঘ বিশ্ব মৃত্তিকা দিবস (মাটির লবনাক্তকরন বন্ধ) পালন করছে অন্যান্য বছরের মত এবছর ও তার যে কোন ছাপ ই পড়েনি এ শহররে, তা পরিস্কার। বিদ্যালয়ের পরিবেশের প্রতি নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন রয়েছে স্হানীয় বুদ্ধিজীবীদের।
কোন মন্তব্য নেই