Header Ads

বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অশোক দেবরায়ের উদ্দেশ্যে শোকবার্তা গরাগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ বড়খলা বিধানসভার সোনাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী প্রয়াত অশোক দেবরায়ের উদ্দেশ্যে শোক বার্তা প্রেরণ করলো গরাগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতি। এ উপলক্ষ্যে এক শোক সভার মাধ্যমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার বরিষ্ঠ কর্মকর্তারা। বুধবার সংস্থার কর্মকর্তারা প্রয়াত অশোক দেবরায়ের বাড়ীতে গিয়ে উনার পুত্র অরূপ দেবরায়ের হাতে সংস্থার পক্ষ থেকে শোক বার্তাটি তুলে দেন। তৎসঙ্গে গরাগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে প্রয়াত অশোক দেবরায়ের জড়িত থাকার চিত্রফলকও পুত্র অরূপ দেবরায়ের হাতে তুলে দেওয়া হয়। এদিন বড়খলার প্রাক্তন বিধায়ক ডাঃ রুমি নাথ নেশামুক্ত সমিতির চিত্রফলকটি প্রয়াত অশোক দেবরায়ের পরিবারের হাতে তুলে দেন। গরাগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির পক্ষ থেকে সভাপতি মাখন চন্দ, গোবিন্দ পাল, পূরবী পাল, গৌরী পাল, উষা দাস, মিতালী সূত্রধর, বকুল সূত্রধর, আরতী চন্দ, ঝলি দেব, অশোক দাস প্রমুখ সদস্যরা প্রয়াত অশোক দেবরায়ের বাড়ীতে গিয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.